অনলাইন ডেস্ক : স্পেনে গত কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১৪৫ জনে।
করোনাভাইরাসে স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ১৯৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭০১৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে।
এদিকে, স্পেনে লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর ব্যাপারে সায় দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজের নেতৃত্বাধীন স্পেনের মন্ত্রিসভা।