অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে মহামারী করোনা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৫-এ পৌঁছেছে। একদিনে সেখানে ১১০ জনের মৃত্যু হয়েছে।নিউইয়র্ক সবচেয়ে জনবহুল রাজ্য।এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে বিশ্বে মৃতের হাজার সংখ্যা বেড়ে ২৩৫৯২ জনে পৌঁছেছে।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। নিউইয়র্ক হলো যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল। রাজ্যটি এখন পর্যন্ত ৩,২৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নিউইয়র্কের হাসপাতালগুলোতে নতুন রোগীদের উপচে পড়া ভীড় এখন।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মোট মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরেই এই ভয়াবহ ঘোষণা আসে।কুওমো জানান, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সংক্রমণের ২৫ শতাংশ নিউইয়র্ক রাজ্যে। তিনি জানান, ফেডারাল সরকার ভাইরাস সংক্রমণ রোধে তাকে ২ ট্রিলিয়ন ডলারের বেশি বরাদ্দ দেয়নি।সূত্র : ফ্রান্স ২৪