প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

অনলাইন ডেস্ক : চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণে কাঁপছে গোটা বিশ্ব। এবার এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

শুক্রবার টুইটারে এক ভিডিও পোস্ট করে করোনায় আক্রান্তের বিষয়টি প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই জানান।
তিনি জানান, করোনা পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। সেজন্য স্বেচ্ছা আইসোলেশনে গেছেন তিনি।

এদিকে, চীনের উহান থেকে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে আঘাত হানে করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২৪,৮৭১ জন। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫,৪৯,৩০৫ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,২৮,৬৫৪ জন।

এছাড়া যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১১ হাজার ৬৫৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫৭৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *