করোনাভাইরাস : ইতালিতে ২৪ ঘণ্টায় আরও ৯৬৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : ইতালিতে থামছে না মৃত্যুর মিছিল। করোনায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৬৯ জনের। এ নিয়ে ইউরোপের দেশটিতে মোট ৯ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৩২ জন এবং গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩২ জন। একদিনে আক্রান্ত রোগী ৫ হাজার ৯০৯ জন। এ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৬ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে।
গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানানো হচ্ছে।

সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৮টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *