
অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হামহাম জলপ্রপাতে বাংলাদেশি পর্যটকদের ফেলে যাওয়া আবর্জনা দেখে সেখানে বেড়াতে যাওয়া দুই বিদেশি পর্যটক পরিষ্কারে নেমে পড়লেন। মঙ্গলবার নেদারল্যান্ড থেকে ঘুরতে আসা দুই পর্যটক লুই ও ডিডারিক আবর্জনা দেখে পরিষ্কার অভিযানে নামেন।
তাদের সঙ্গে থাকা ট্যুর গাইডের সূত্রে জানা যায়, বেড়াতে এসে হামহাম এলাকায় ফেলে রাখা বিভিন্ন পলিথিন, চিপসের প্যাকেট ও প্লাস্টিকের বোতল দেখে হতাশা ব্যক্ত করেন এই দুই বিদেশি পর্যটক।
পরবর্তীতে নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী সময় ধরে হামহামের পরিচ্ছনতার পাশাপাশি প্লাস্টিকের বিভিন্ন বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করেন ভিনদেশি দুই পর্যটক।
তাদের সঙ্গে থাকা ইকো ট্যুর গাইড ও ভ্রমণ বিষয়ক লেখক শ্যামল দেববর্মা বলেন, আমরা সর্বত্র কোনো না কোনো ভাবে পরিবেশ দূষণ করছি। অথচ আমাদের একটু সচেতনতায় পরিবেশের ভারসাম্য রক্ষা হতে পারে, এটি আমরা মানছি না। এখানে যারা বেড়াতে আসেন তারা বিভিন্ন স্থানে আবর্জনা ফেলে যান। পরিবেশের কথা মাথায় রেখে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেললে এমন হতো না। অথচ আজ দুই ভিনদেশি পর্যটক এসব আবর্জনা দেখে নিজেরাই পরিষ্কার করেন। এটি আমাদের জন্য অনুকরণীয়। সুত্র : জাগো নিউজ।