Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস : ইতালিতে ২৪ ঘণ্টায় আরও ৮৮৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : ইতালিতে থামছে না মৃত্যুর মিছিল। করোনায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৮৮৯ জনের। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৩ জনে।

ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো ইতালি। সেখানে প্রায় সবকিছু বন্ধ হয়েছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বাড়িতে থাকছেন। সে দেশের সরকার জানিয়েছে, আগামী এপ্রিলের ৩ তারিখ অবধি বন্ধ রাখা হতে পারে সব পরিষেবা।
চীনের পরই ইতালিতে মারাত্মক আকার ধারণ করতে শুরু করে এই ভাইরাস। অবস্থা এমন জায়গায় পৌঁছায়, এক সময় চীনকেও ছাপিয়ে যায় ইতালি। ইতিমধ্যে করোনা ঠেকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে সে দেশের প্রশাসন। সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সারা বিশ্বে এর আগে করোনায় এতো বেশি লোকের মৃত্যু হয়নি। বলা যেতে পারে সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে সে দেশের প্রতিরোধ।

Exit mobile version