দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রাকে করে উপজেলার বিভিন্ন বাজার ও মোড়ে (জনসমাগম স্থানে) জীবানুনাশক স্প্রে করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, সহকারি কমিশনার ভূমি আজগার আলী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া নোবেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম জামিরুল ইসলাম বাবু নিজ উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ট্রাকে করে জীবানুনাশক স্প্রে করেন।