করোনা হেলমেটে রাস্তায় পুলিশ

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত সারাবিশ্বে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। চীনের সীমানা পেরিয়ে ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

মানুষকে সচেতন করে তুলতে এবার এক অভিনব পন্থায় রাস্তায় নেমেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের পুলিশ। রাজ্যের রাজধানী চেন্নাইয়ের সড়কে ‘করোনা হেলমেট’ মাথায় নেমেছেন পুলিশ সদস্যরা।
রবিবার ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিনব এই কায়দায় ‘করোনা হেলমেট’ তৈরি করেছেন রাজ্যের এক শিল্পী।

হেলমেট পড়ে রাস্তায় মানুষকে সচেতন করে চলেছেন চেন্নাই পুলিশের কর্মকর্তা গৌতম। তিনি বলেন, বিশ্বে ক্রমশ বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। ভারতেও এর ছোবল লেগেছে।

‘এ অবস্থায় সরকার লকডাউন করেছে। কিন্তু এরপরও জীবনের ঝুঁকি নিয়ে মানুষ পথে নামছে। কাউকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। তাই বাধ্য হয়েই এই পন্থা আবিষ্কার করেছি। তাদের এই কাজে সহযোগিতা করেছেন স্থানীয় এক শিল্পী।’

‘করোনা হেলমেট’ তৈরির বিষয়ে তিনি বলেন, একটি ভাঙা হেলমেট আর কিছু কাগজ। এ দিয়ে শিল্পী আমায় বানিয়ে দিয়েছেন বিশেষ হেলমেট। শুধু এটি নয়, বাকি সহকর্মীদের জন্যও অনেকগুলো প্ল্যাকার্ড বানিয়েছি। যা দিয়ে মানুষকে সচেতন করে চলেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *