করোনাভাইরাস : স্পেনে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৪৬

অনলাইন ডেস্ক : করোনায় থামছে না মৃত্যুর মিছিল। নতুন মৃত্যুপুরী স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুসংখ্যায় বর্তমানে স্পেনের ওপর একমাত্র ইতালি। আক্রান্তের সংখ্যার দিক থেকেও খুব বেশি পিছিয়ে নেই তারা। স্পেনে এ পর্যন্ত ৭৮ হাজার ৭৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেখানে একদিনের ব্যবধানে রোগীর সংখ্যা বেড়েছে ছয় হাজারেরও বেশি।

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অনাবশ্যক কর্মীদের আগামী দুই সপ্তাহ বাসায় থাকার নির্দেশ দিয়েছেন। তারা যথারীতি বেতন পেয়ে যাবেন, তবে পরবর্তী কোনও সময়ে কাজ করে এই ক্ষতি পুষিয়ে দিতে হবে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে কড়াকড়ি আরোপ করেছে স্পেন সরকার। দেশটির রাস্তায় গাড়ি-ঘোড়া নেই বললেই চলে। কেউ বাইরে বের হলেই কারণ জানতে চাচ্ছে পুলিশ। অপ্রয়োজনে বের হলে তাদের জরিমানা করা হচ্ছে। গত ১৪ মার্চ থেকে দেশটির সব স্কুল, বার, রেস্টুরেন্ট, অনাবশ্যক পণ্য বিক্রয়কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। মহামারির কারণে সপ্তাহ তিনেক ধরে প্রায় অবরুদ্ধ রয়েছে গোটা স্পেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *