Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতে ট্রেনের বগিতে তৈরি হচ্ছে আইসোলেশন ওয়ার্ড

অনলাইন ডেস্ক : চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। করোনাভাইরাসে এখন পর্যন্ত সারাবিশ্বে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।

ভারতেও হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ছেকাতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে।
এমন পরিস্থিতিতে ভারতে বিপুল সংখ্যক মানুষের করোনা চিকিৎসা দিতে ট্রেনের বগিতে তৈরি হচ্ছে আইসোলেশন ওয়ার্ড। দেশটির রেল মন্ত্রণালয় বলেছে, অন্তত ৩০টি ট্রেনের বগিতে তারা আইসোলেশন ওয়ার্ড তৈরি করছে।

চায়না সংবাদ মাধ্যম সিজিটিএন জানায়, আইসোলেশন ইউনিটের জন্য তারা নন এসি ট্রেন ব্যবহার করছে। এ কামরাগুলোতে ১০টি করে কেবিন আছে। প্রত্যেক কেবিনের সঙ্গে রয়েছে একটি করে বার্থ। প্রতিটি কামরায় একাধিক শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেবিনে এক জন করে রোগী থাকবেন।

জানা গেছে, চিকিৎসকরা যাতে নির্বিঘ্নে সেবা দিতে পারেন সেজন্য বগির ভেতরে অবকাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি বার্থ ভারী পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

Exit mobile version