ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় নিজ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ব্লিসিং পাওডার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের যুবলীগ নেতা মনিরুজ্জামান তোতা ও কবিরুজ্জামান কবির চটকাপোতা গ্রামে নিজ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ব্লিচিং পাউডার ও মাক্স বিতরণ করে।
সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চটকাপোতা ও পান্তাপাড়া গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে ২৫ কেজি ব্লিচিং পাউডার ও ১৫০ টি মাস্ক বিতারণ করেন৷
যুবলীগ নেতা মনিরুজ্জামান তোতা বলেন, এখন থেকে করোনা ভাইরাস প্রতিরোধে এসব সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। সারাদেশ ব্যাপী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে যার যতটুকু সম্ভব দেশের এই দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থাকার আহবান জানান।