করোনাভাইরাস : বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো

অনলাইন ডেস্ক : কোনোমতেই রাশ টানা যাচ্ছে না মৃত্যুর মিছিলে। করোনায় বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আর তার ফলে মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে দুনিয়াজুড়ে। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৩৩,২২০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪ হাজার ৭৪ জনে। তবে আশার খবর, সুস্থও হয়ে উঠেছেন প্রায় দেড় লক্ষ মানুষ।

ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ৭৭৯ জন। আক্রান্ত ৯৭,৬৮৯ জন।

স্পেনে মারা গেছে ৬,৬০৬ জন। আক্রান্ত ৭৮,৭৯৯ জন।

চীনে মারা গেছে ৩,৩৩০ জন। আক্রান্ত ৮১,৪৩৯ জন।

ইরানে মারা গেছে ২,৬৪০ জন। আক্রান্ত ৩৮,৩০৯ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪০৩। আর মারা গেছে ২,৩২৯ জন।

জার্মানিতে মারা গেছে ৪৮২ জন। আক্রান্ত ৬০ হাজার ৬৫৯ জন।

ফ্রান্সে মারা গেছে ২,৩১৪ জন। আক্রান্ত ৩৭,৫৭৫ জন।

যুক্তরাজ্যে মারা গেছে ১,২২৮ জন। আক্রান্ত ১৯,৫২২ জন।

নেদারল্যাণ্ডসে মারা গেছে ৭৭১ জন। আক্রান্ত ১০,৮৬৬ জন।

সুইজারল্যাণ্ডে আক্রান্ত হয়েছে ১৪,৮২৯ জন। মারা গেছে ৩০০ জন।

বেলজিয়ামে মারা গেছে ৪৩১ জন। আক্রান্ত ১০,৮৩৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *