বরিশাল প্রতিনিধি : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে করোনা ভাইরাস পরীক্ষার পলিমারী চেইন রি-এ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপনে কার্যক্রম শুরু হয়েছে। কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগের একটি কক্ষ পিসিআর মেশিন স্থাপনের জন্য বরাদ্দ করে মঙ্গলবার সকাল থেকে কক্ষটির সংস্কার শুরু হয়। পিসিআর মেশিনের কার্যক্রম চালানোর জন্য কক্ষটিকে উপযোগী করার কাজ চলছে। কক্ষ প্রস্তুত ও পিসিআর মেশিন স্থাপন এবং মেশিনের বিসিএল-২ লেভেল ঠিক করতে কয়েক দিন (৬-৭ দিন) সময় লাগতে পারে। এরপরই করোনা ভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক এমটি জাহাঙ্গীর হুসাইন।
এদিকে করোনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞ ভাইরোলজিস্ট ও বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২ জন টেকনেশিয়ান প্রয়োজন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। তবে এই দক্ষজনবল নেই মেডিকেল কলেজ কিংবা হাসপাতালে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. এমটি জাহাঙ্গীর হুসাইন।