রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশন ইউনিট থেকে ৬০ বছর বয়সী এক সবজি বিক্রেতাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঐ সবজি বিক্রেতাকে ঢাকায় প্রেরণ করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৩১ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে ঠান্ডা, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট সহ শরীরে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে তার শারিরিক অবস্থা বিবেচনা করে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে প্রেরণ করা হয়।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. শামীম আহসান বলেন, সকালে সবজি বিক্রেতা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে প্রেরণ করা হলেও ইতপূর্বে তিনি টিভি রোগসহ নিউমোনিয়া আক্রান্ত ছিলেন।