অনলাইন ডেস্ক : করোনার তাণ্ডবে কাঁপছে বিশ্ব। এই পরিস্থিতিতে যেখানে বিশ্বের বেশিরভাগ বিজ্ঞানী করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণা চালাচ্ছেন সেখানে বেশি কিছু বিজ্ঞানী করোনার এন্টি ভাইরাল ওষুধ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কারণ প্রাণঘাতী করোনা প্রতিরোধে ভ্যাকসিনের মত ওষুধের গুরুত্বও অনেক বেশি।
সাধারণত রোগে আক্রান্ত হওয়ার আগেই ঝুঁকি মুক্ত হওয়ার জন্য ভ্যাকসিন দেওয়া হয়। আর এন্টিভাইরাল ওষুধ আক্রান্ত মানুষের চিকিৎসা সেবা প্রদান করতে পারবে। যেমন যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে তাদর জন্য ওষুধ প্রয়োজন।
এখন প্রশ্ন হতে পারে অ্যান্টি ভাইরাল কিভাবে কাজ করে? প্রথমে প্রাণী এবং উদ্ভিদের ডিএনএ বোঝা উচিত। এর অর্থ অ্যান্টিভাইরাল ওষুধ যা আরএনএ জিনোমগুলির অনুলিপি আটকাচ্ছে সেগুলি করোনা রোগীদের চিকিৎসা করতে সহায়তা করতে পারে। এই ওষুধগুলি আরএনএ পলিমারেজ ইনহিবিটার হিসাবে পরিচিত।
এই ধরণের ওষুধ গুলো সাধারণত ক্রোনিক হ্যাপাটাইটিস সি থেকে মানুষকে সুস্থ করে তোলে। আবার করোনার ওষুধ হিসেবেও ব্যবহৃত হতে পারে। তবে সব আরএনএ পলিমারেজের কাজ একরকম না। হ্যাপাটাইটিস সি এর জন্য যে ওষুধ তা করোনা প্রতিরোধে কাজ নাও করতে পারে।