কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর রতন আলী (১৫) নামে দশম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে কুষ্টিয়া শহরতলীর লাহিনীপাড়ায় কালী নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। রতন লাহিনী পাড়া গ্রামের আজম শেখ’র ছেলে ও লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গতকাল বিকেলে বের হয়ে রতন আলী আর বাড়ী ফেরেনি। বাড়ীর লোকজন সম্ভাব্য সব জায়গায় খুজেও তার সন্ধান পায়নি। আজ সকালে লাহিনীপাড়ার কালী নদীতে গোসল করতে গিয়ে একজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ জানায়, রতনের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে স্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রতনের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ, ময়নাতদন্ত ফলাফল হাতে পেলেই সে মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি।
রতনের বাবা জানান, কে বা কারা কেন তার ছেলেকে হত্যা করবে এমন কোন নির্দিষ্ট কারণ তারা জানেন না।