Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ৪০ হাজার ছাড়িয়ে

অনলাইন ডেস্ক : চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপরই বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে এ ভাইরাস বিশ্বের অন্তত ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়েছে।

করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০,৬৪৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮,২৩,৫৬৬ জন। এছাড়াও ১,৭৪২,৩৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নিহতের দেশ গুলোর মধ্যে নাজুক অব্স্থা ইউরোপে। ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১২,৪২৮ জন এবং স্পেনে ৮,২৬৯ । এছাড়াও চীনে মারা গেছে ৩,৩০৫ জন। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।

Exit mobile version