মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে উমর আলী (৪৮) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের জাহিদুল ইসলাম ও তার লোকজন তার ওপর হামলা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভিনা খাতুন (৪২) গুরুতর আহত হয়েছেন।
নিহতের স্বজনরা জানান, গমের নাড়া কাটা নিয়ে উমর আলীর সঙ্গে একই গ্রামের বুলু মিয়ার ছেলে জাহিদুল ইসলামের বিরোধ বাধে। এ নিয়ে রাতে জাহিদুল ইসলাম লোকজন নিয়ে উমর আলীর ওপর ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ করে। তাকে ঠেকাতে এগিয়ে যায় স্ত্রী। তারা স্বামী-স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী হাসপাতালে পাঠালে চিকিৎসকরা উমর আলীকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় নিহতের স্ত্রীকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।