কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুরে আওয়ামী লীগ সমর্থক দুইদল গ্রামবাসীর মধ্যে গতকাল রাত ৮ টার দিকে সংঘর্ষে মেহেদ আলী (৬০) ও গোকুল আলী (৫০) নামে দুই সহোদর নিহত হয়েছেন। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পুর্ব বিরোধের জের ধরে সালিশী বৈঠক শেষে এই সংঘর্ষ বাধে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার পাহাড়পুর ঈদগা মাঠে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। গতকাল সন্ধ্যার পর স্থানীয় বাধবাজার পুলিশ ক্যাম্পে এ বিষয়ে সালিশী বৈঠক হয়। বৈঠক শেষে বাধবাজারে এসে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকের সমর্থিত লোকজন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ফিরোজুর রহমান কটার অফিসের সামনে এসে তাকে বকা-বাধ্য করে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। নিহত দুজন কটার সমর্থক।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।