অনলাইন ডেস্ক : সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে নতুন ১১০ জনসহ মোট ১৫৬৩ জন আক্রান্ত হয়েছেন।
করোনায় সৌদি আরবে যে ১০ জন মারা গেছেন তার মধ্যে ২ জন বাংলাদেশিও রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা।
কনস্যুলেট থেকে পরিচয় নিশ্চিত করা ওই দুই বাংলাদেশি হলেন মোহাম্মদ আফাক হোসেন মোল্লা ও কোরবান। তারা দু’জনই মদীনায় কর্মরত ছিলেন। এর মধ্যে আফাক হোসেন নড়াইল জেলার মোঃ আমজাদ হোসেনের ছেলে ও কোরবান সাভারের বাসিন্দা রেজাউল করিমের ছেলে।