মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় হান্নান বেপারী (৪০) নামে এক অটো চালক নিহত হয়েছেন। নিহত হান্নান বেপারী উপজেলার বহেরাতলা ইউনিয়নের সেনেরবাটের আঃ রশিদ বেপারীর ছেলে।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে বেপরোয়া লেগুনা ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে বেপরোয়া লেগুনা ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইকটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী অটো চালক হান্নান বেপারীকে (৪০) উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ ও পরে সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নেয়ার পথে রাতে তিনি মারা যান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে