Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস : ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭২৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : ইতালিতে থামছে না মৃত্যুর মিছিল। করোনায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও মৃত্যু হয়েছে ৭২৭ জনের। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৫ জনে।

এছাড়া দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৫৭৪ জনে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ১৬ হাজার ৮৪৭ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চীনের পরই ইতালিতে মারাত্মক আকার ধারণ করতে শুরু করে এই ভাইরাস। অবস্থা এমন জায়গায় পৌঁছায়, এক সময় চীনকেও ছাপিয়ে যায় ইতালি। ইতিমধ্যে করোনা ঠেকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে সে দেশের প্রশাসন। সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সারা বিশ্বে এর আগে করোনায় এতো বেশি লোকের মৃত্যু হয়নি। বলা যেতে পারে সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে সে দেশের প্রতিরোধ।

Exit mobile version