Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস : ইউরোপেই মৃত্যু ৩০ হাজারের বেশি

অনলাইন ডেস্ক : দিন যতই যাচ্ছে করোনাভাইরাসের থাবায় মৃত্যুর মিছিল ততই দীর্ঘ হচ্ছে। ভাইরাসটি বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এই ভাইরাসে সারা বিশ্বে প্রাণ গেছে সাড়ে ৪৫ হাজার মানুষের। এর মধ্যে শুধু ইউরোপেই মৃত্যু হয়েছে ৩০ হাজারেরও বেশি মানুষের।

বুধবার বৈশ্বিক এক হিসাবের বরাতে এ তথ্য দিয়েছে ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি।
এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ এত বড় সংকটের মুখে পড়েনি।

ইউরোপে ইতালি এবং ইউরোপের অবস্থা সবচেয়ে শোচনীয়। শুধু এই দুই দেশেই ২১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এছাড়া সাড়ে ৩ হাজার নিয়ে ফ্রান্স এবং প্রায় আড়াই হাজার নিয়ে যুক্তরাজ্যের অবস্থাও বিপর্যস্ত। নেদারল্যান্ডসেও মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বেলজিয়ামেও প্রাণহানি ৮শ’র বেশি।

ইউরোপে প্রতি চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হচ্ছে স্পেন ও ইতালিতে।

Exit mobile version