অনলাইন ডেস্ক : ভারতে দ্রুত বাড়ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব।এখনও পর্যন্ত ভারতে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৬৩৭-এ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪০ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ১৩৩ জন সুস্থ হয়ে গিয়েছেন।
ভারতে স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার সকালে এই পরিসংখ্যান প্রকাশ করেছে।অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। আরও দু’জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। ফলে পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ এ।
করোনা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে। ১৪ এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন।
সূত্র : এনডিটিভি