কুষ্টিয়ায় করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসনকে কঠোর হতে বললেন মাহবুবউল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি : সারা বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাসের কারনে কাঁপছে তখন কিছু অসাধু ব্যবসায়িরা নিজেদের সুবিধার্থে পণ্যের দাম বাড়িয়ে দিয়ে ফায়দা লুটে নিছে আর বিপাকে পড়ছে সাধারন মানুষ। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। এসময় তিনি করোনা মোকাবেলায় কুষ্টিয়া জেলা প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিলেন হানিফ। করোনা বাংলাদেশে এখন পর্যন্ত মহামারী ধারণ করেনি সবার সচেতনতায় এটা সম্ভব হয়েছে। যারা এই দুর্যোগপূর্ণ অবস্থাতে পণ্য দ্রব্যের দাম বাড়িয়ে সাধারন মানুষদের বিভ্রান্ত করছে তারা এ দেশ ও জাতির শত্রু। এসকল অসাধু ব্যবসায়িদেরকে খুঁজে রেব করে কঠোর হাতে দমন করার নির্দেশ দেন তিনি। সব শেষে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ বাড়িতে অবস্থান করার আহবান জানান মাহবুবউল আলম হানিফ এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ আসনের এমপি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত, এনএসআই এর যুগ্ম পরিচালক মোঃ ইদ্রিস আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ওবায়দুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসগর আলী,কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ গন্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সংসদ সদস্য, জেলা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ সকল জনপ্রতিনিধিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগনের পাশে দাঁড়ানোর আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *