নাটোর প্রতিনিধি : নাটোরে কঠোরভাবে চলছে সামাজিক বিচ্ছিন্নতা অভিযান। বৃহস্পতিবার সকাল থেকে একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালান।
তারা, মুদী ও ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ করে দেন। মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় মোটরসাইকেল, রিকশা ও অটোরিকশা থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়া বাহিরে লোকজনের জমায়েত হলে দেয়া হচ্ছে ধাওয়া। হ্যান্ড মাইকে আহ্বান জানানো হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা অভিযান বজায় রাখার জন্য। মাইকে বলা হয় ঘরে থাকুন, অন্যকে নিরাপদ রাখুন।