অনলাইন ডেস্ক : দিল্লির নিজামউদ্দিন মারকাজে তাবলিগ জামাতে যোগ দেওয়া তিন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ভারতের হরিয়ানা রাজ্যের পালওয়াল এলাকার একটি গ্রামে তাদের পরীক্ষা করা হয়।
ওই পরীক্ষায় তাদের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয় বলে জানিয়েছেন পালওয়ালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ব্রাহাম দীপ সিন্ধু। ডা. সিন্ধুকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।