Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার মিরপুরে অসহায় পরিবারকে খাদ্য ও স্যানিটেশন সামগ্রী প্রদান

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে মিরপুর পৌরসভা ও ধুবইল ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিরপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ২৬০টি পরিবারের মাঝে ৫কেজি চাল, ২কেজি আলু, ২কেজি ডাল, ১লিটার তেল, ১টি সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য ও স্যানিটেশন সামগ্রী দেয়া হয়।

Exit mobile version