কুষ্টিয়ায় চিকিৎসকদের ৪০০ পিপিই দিয়েছে পুলিশ সুপার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলামের হাতে ৪’শ পিপিই হস্তান্তর করেছেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ পিপিই হস্তান্তর করা হয়। পুলিশ সদস্যদের পোশাক কারখানায় এসব পিপিই তৈরী করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনভাবেই সার্বিক প্রস্তুতি নিয়ে এ সংকট মোকাবিলা করতে হবে। পুলিশ সদস্যদের পোশাক কারখানায় বিশ্বের সব থেকে উন্নত মানের কাপড়ে তৈরী হয়েছে এই পিপিই গুলো। দেশের চলমান সঙ্কটে আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করছি পাশে থাকার। করোনা প্রতিরোধে সামাজিক এবং মানবিক উদ্যোগের অংশ হিসেবে যৌথভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *