Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বাংলাদেশে করোনাভাইরাস মহামারি আকারে না এলেও আমরা শঙ্কিত : মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বের মানুষ আতঙ্কিত। কারণ ইতিমধ্যে করোনাভাইরাসে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, পঞ্চাশ হাজারের বেশি মানুষ মারা গেছে। বাংলাদেশে করোনাভাইরাস মহামারি আকারে না আসলেও আমরা কিন্তু শঙ্কিত আছি।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, করোনাভাইরাস রোধ করার প্রথম কাজ হচ্ছে ঘরে থাকা, অন্যের সংস্পর্শ থেকে মুক্ত থাকা। করোনাভাইরাসের বৈশিষ্ট্য হলো এক দেহ থেকে আরেক দেহে সংক্রমিত করা। সেই সামাজিক দূরত্ব রোধ করতে এবং এই দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। যাতে আমরা তা রক্ষা পেতে পারি।

এ সময় জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা আওয়ামীলীগের সভাতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Exit mobile version