অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলায় ঘোষিত লকডাউন অমান্য করাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলা।
শহরে স্থানীয় মানুষজন লকডাউন অমান্য করে ভিড় করে একটি এলাকায়। সেই ভিড় হটাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু ভিড় হটাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পুলিশকে এমনই সময়ে মারধর করতে শুরু করে স্থানীয় জনতা।
শনিবার এ ঘটনাটি ঘটেছে ঘটেছে জেলার ইসলামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের মায়া সিনেমা হল সংলগ্ন এলাকায়।
অভিযোগ, অভিযুক্তদের ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে স্থানীয় জনতা।
পুলিশ সূত্রে খবর, এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আতে তড়িঘড়ি ঘটনাস্থলে নামানো হয় র্যাফ এবং কমব্যাট ফোর্স।
পরে এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।