অনলাইন ডেস্ক : ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার তিনশ ৬২ জনে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার আটশ পাঁচ জন। আর মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ছয়শ ৩২ জনে। তবে চিকিৎসা নিয়ে ২০ হাজার নয়শ ৯৬ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।