করোনাভাইরাস আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হল পাবজি

অনলাইন ডেস্ক : বর্তমানে Google Play Store বা Apple App Store-এর সবচেয়ে জনপ্রিয় গেম হল এই পাবজি (PUBG)। সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকবে এই গেমের সার্ভার।

ভারতেও বন্ধ করা হচ্ছে এই গেম। এই প্রসঙ্গে টেনসেন্ট গেমস (Tencent Games) ঘোষণা করেছে সারা বিশ্বে কিছু দিনের জন্য বন্ধ করা হচ্ছে এই সার্ভার। ৪ এপ্রিল রাত ১২টা থেকে PUBG সার্ভার বন্ধ থাকবে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।
শুধু ভারতেই নয়, বিশ্বের কোনও দেশেই ব্যবহার করা যাবে না এই গেম। করোনাভাইরাসের সংক্রমণে যে ভাবে গোটা বিশ্বে মৃত্যু মিছিল শুরু হয়েছে তা ঠেকাতেই আপাতত লকডাউনে গেছে স্পেন, ইতালি, আমেরিকা, ভারত-সহ শতাধিক দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *