কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী সাধারণ ছুটির কারণে যে সকল মানুষ চিকিৎসা সেবা নিতে উপজেলা বা জেলা শহরের হাসপাতালগুলোতে যেতে পারছেন না সেই সকল প্রান্তিক জনগণকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ দিনব্যাপী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর ২১ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলা চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক নারী-পুরুষ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সিএমএইচ’র চিকিৎসকরা। চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।