করোনাভাইরাসে রাজধানীর ২৯ স্থানে ৫২ জন শনাক্ত হয়েছে

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আজ রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত সারা দেশে ৮৮ জন ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার ২৯টি স্থানের ৫২ জন ব্যক্তি শনাক্ত হয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

করোনাভাইরাস শনাক্ত ব্যক্তিদের জেলার নাম বলা হয়েছে। এর মধ্যে রাজধানীর ৫২ জনসহ ঢাকা জেলায় ৫৪ জন আক্রান্তের তথ্য দিয়েছে আইইডিসিআর। তবে সুনির্দিষ্টভাবে ৫২ জন আক্রান্ত ব্যক্তি কোথায় থাকতেন সেই এলাকার নাম বললেও দুইজন আক্রান্তের এলাকার নাম দেওয়া হয়নি।

রাজধানীর যে ২৯টি স্থানে ৫২ জন করোনা শনাক্ত হয়েছে : বাসাবোয় ৯ জন; মিরপুরের টোলারবাগ ৬ জন; পুরান ঢাকার শোয়ারিঘাট ৩ জন; বসুন্ধরা ২ জন; ধানমন্ডি ২ জন; যাত্রাবাড়ী ২ জন; মিরপুর-১০ ২ জন; মোহাম্মদপুর ২ জন; পুরোনো পল্টন ২ জন; শাহ আলী বাগ ২ জন;  উত্তরা ২ জন।

রাজধানীর বাকি ১৮টি স্থানে একজন করে করোনা রোগী পাওয়া গেছে। এসব স্থানগুলো হলো, বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ইস্কাটন, গুলশান, গ্রিনরোড, হাজারীবাগ, জিগাতলা, মিরপুর কাজীপাড়া, মিরপুর-১১, লালবাগ, মগবাজার, মহাখালী, নিকুঞ্জ, রামপুরা, শাহবাগ, উর্দু রোড ও ওয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *