অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আজ রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত সারা দেশে ৮৮ জন ব্যক্তি শনাক্ত হয়েছেন। আর সারা দেশের ১১ জেলায় এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
যে ১১ জেলায় করোনা পাওয়া গেছে : ঢাকা ৫৪ জন ব্যক্তি; মাদারীপুর ১১ জন; নারায়ণগঞ্জ ১১ জন; গাইবান্ধা ৫ জন।
বাকি সাত জেলায় একজন করে ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এসব জেলাগুলো হলো, গাজীপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, শরিয়তপুর, রংপুর ও চট্টগ্রাম।