চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। রবিবার রাত ৮টায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রামে দ্বিতীয় যে ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ হয়েছে তার বয়স প্রায় ২৫ বছর। তিনি চট্টগ্রামে প্রথম আক্রান্ত ব্যক্তির পারিবারিক সদস্য।
অপর একটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় এই করোনা আক্রান্ত যুবক প্রথম আক্রান্ত ব্যক্তির ছেলে।
বিআইটিআইডি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট পরীক্ষার সংখ্যা ১৪৪ জন।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরপরই চট্টগ্রামের বিভিন্ন এলাকা লকডাউন করা হয়।