অনলাইন ডেস্ক : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেশের পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন রোধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
রবিবার বিআরটি’’র পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. লোকমান হোসেন মোল্লা স্বাক্ষরিত এক নির্দেশনায় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ নির্দেশনা সংস্থার সব কার্যালয়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ থেকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকার দেশব্যাপী ১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখাসহ পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে। এরপরও লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা হচ্ছে, যা দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায়, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন রোধকল্পে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।