
ক্রিয়া ডেস্ক: জাতীয় দলে ফিরছেন পাকিস্তানের স্পিড মেশিন শোয়েব আখতার! সোমবার এক ভিডিও বার্তায় এমনই আভাস দিয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। সেখানে তিনি বলছেন, এখন শিশুরা মনে করে তারা অনেক কিছু জানে। এমন কি তারা আমার গতিকে চ্যালেঞ্জও করে। তাই আমি ফিরছি, ওদের শেখাতে আসল গতি কাকে বলে।
এদিকে শোয়েব আখতারের ভিডিওটি দেখে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেন, প্রকৃত পক্ষে কি হচ্ছে? আপনি কি ফিরে আসছেন? বাচ্ছারা এই দিনে কিছু তেজি মনোভব দেখাতে পারে। শোয়েব আখতারের এই ভিডিও পোস্ট করার পর, সোশ্যাল মিডিয়ায় ব্যপক তোলপাড় শুরু হয়। তাহলে কি বল সত্যি ফিরছেন শোয়েব। কারণ শোয়েবের বক্তব্যে লিগ শব্দটি উল্লেখ রয়েছে।
তবে এক টুইট বার্তায় শোয়েব আখতার আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ফের লিগ ক্রিকেট খেলা শুরু করবেন বলেও আভাস দিয়েছেন।
উল্লেখ্য, ২০১১ সালে মাঠের ক্রিকেটকে বিদায় বলেছিলেন এই গতি তারকা।