খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার পুলিশ সুপার এর নির্দেশে খোকসা থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বেলা বারোটার সময় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা পাংশা সীমান্তে বাঁশের বেরিকেড দেওয়া হয়েছে।
এসময় খোকসা থানা অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের বলেন, কুষ্টিয়া জেলায় প্রবেশের ক্ষেত্রে কোন গাড়িকে অনুমতি দেওয়া হবে না। তবে এখান থেকে কোন গাড়ি বের হয়ে যেতে চাইলে সেটা দেওয়া যেতে পারে।
সারাদেশে মরণব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কুষ্টিয়া জেলা বাসীকে সুরক্ষিত করতেই পুলিশ সুপারের নির্দেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।