Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মেহেরপুর পৌর এলাকা ‘লকডাউন’

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর পৌর এলাকা লকডাউন ঘোষনা করেছে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। করোনা ভাইরাসের সংক্রামন ছড়িয়ে পড়ার আশংখায় মঙ্গলবার সকাল ৮ টায় তিনি লকডাউন ঘোষনা করেন।

মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন জানান,মেহেরপুর শহরে বাইরের যে কেউ প্রবেশ কিংবা শহরের কেউ বাইরে যেতে না পারে এবং শহরের করেনা ভাইরাসের সংক্রামন ছড়িয়ে পড়ার আশংখায় এ লকডাউন ঘোষনা করা হয়। খুব জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বাইরে বের না হতে আহবান জানানো হয়েছে।

তিনি আরো জানান, মেহেরপুর শহরে বিনা প্রয়োজনে রিকশা,ভ্যান,প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল,স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান সহ যারাই ঘরের বাইরে আসবে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এছাড়া সামাজিক নিরাপত্তা ও দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা তা কঠোর ভাবে নির্ণয় করা হবে।

Exit mobile version