অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারিতেবিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্স। ইতোমধ্যে ফ্রান্সের মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিরতে করোনায় ৬০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৩৪৩ জন এবং আক্রান্তের সংখ্যা এক লাখ দশ হাজার ৪৩ জন।
করোনাভাইরাসে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়ানোর দেশগুলোর মধ্যে চতুর্থ দেশ ফ্রান্স। সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ইতালিতে। সেখানে মৃত্যু হয়েছে ১৭ হাজার ১২৭ জনে। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, দেশটিতে মৃতের সংখ্যা ১৩ হাজার ৮৯৭। তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১২ হাজার ২১ জন।