Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

এবার গাঁজা দিয়ে করোনার ওষুধ বানানোর চেষ্টা

অনলাইন ডেস্ক : জ্যামাইকান বিজ্ঞানি ডা. হেনরি লোয়ে করোনাভাইরাসের চিকিৎসার জন্য একটি ‍ওষুধ উদ্ভাবনের চেষ্টা করছেন। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে সেই ওষুধ করোনাভাইরাসে আক্রান্তদের দিয়েছেন তিনি। তারপর অনেকের মধ্যেই ওষুধটির ইতিবাচক প্রভাব দেখেছেন।

এর আগে গাঁজা থেকে ক্যান্সার ও অন্যান্য রোগের ওষুধ তৈরির বিষয়ে বিভিন্ন গবেষণার জন্য সারাবিশ্বে পরিচিত নাম লোয়ে। এবার তিনি করোনা চিকিৎসার জন্য ওষুধ তৈরির চেষ্টা করছেন গাঁজা থেকেই।

তবে গণমাধ্যম বিজনেস অবজারভার গতকাল মঙ্গলবার তার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখনো এ ব্যাপারে কথা বলার জন্য প্রস্তুত নই। সপ্তাহ তিনেকের মধ্যে আমি এ ব্যাপারে বলতে পারবো।

বিজনেস অবজারভারের সাংবাদিক এ ব্যাপারে অনুসন্ধান করে জেনেছেন, হেনরি লোয়ের প্রতিষ্ঠান বায়ো-টেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউট লিমিটেড এবং তাদের অন্য সহযোগীরা মিলে এরই মধ্যে করোনা চিকিৎসার ওষুধ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ওষুধটির পরীক্ষা চালানো হয়েছে এবং করোনা চিকিৎসায় কাজে দিচ্ছে সেই ওষুধ।

সূত্র : বিজনেস অবজারভার, জ্যামাইকা অবজারভার

Exit mobile version