দৌলতপুর উপজেলা ‘লকডাউন’

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাকে লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৩টি প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে এ লকডাউন করা হয়। এরফলে মেহেরপুর জেলার গাংনী উপজেলা এবং ভেড়ামারা উপজেলার সাথে সড়কপথে দৌলতপুরের যোগাযোগ বন্ধ হয়েছে।

দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ব্রিজের ওপর এবং ধর্মদহ এলাকার কাজীপুর ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাথে লকডাউন করা হয়। এছাড়া আল্লারদর্গা বাজারে ব্যারিকেড দিয়ে পাশের ভেড়ামারা উপজেলাকে লকডাউন করা হয়। ফলে জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় করোনাভাইরাস ছাড়ানো থেকে অনেকটা নিরাপদ থাকা সম্ভব বলে এলাকাবাসী জানিয়েছেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, পাশের জেলা ও উপজেলার লোকজন এসব সড়ক দিয়ে চলাচল করার ফলে করোনাভাইরাস ছাড়ানো সম্ভবনা রয়েছে। তাই ওইসব সড়কের প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব ব্যারিকেড পুলিশ প্রহরায় রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *