Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সন্ধ্যা ৬টার পর বের হলেই আইনানুগ ব্যবস্থা

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৪ জন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২৫ জন নারী। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

শুক্রবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩৭ এবং নারায়ণগঞ্জের ১৬ জন রয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২৪ এবং মোট মৃত্যু ২৭ হয়েছে জনের।

করোনা মোকাবেলায় সাধারণ ছুটি বাড়িয়ে আদেশ জারি করেছে সরকার। সরকারের এই আদেশে সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। আর এই নির্দেশ অমান্য করলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার ঘোষিত সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপনে এ হুঁশিয়ারি দিয়েছে সরকার।

Exit mobile version