কুষ্টিয়া প্রতিনিধি : ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে শুক্রবার গভীর রাতে শতাধিক ব্যক্তি ফিরে আসায় শিলাইদহ ইউনিয়নের এই গ্রাম দুটি লকডাউন ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ এবং এই মর্মে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউনের আদেশ বলবৎ থাকবে। লকডাউন বলবৎ থাকাবস্থায় ওই গ্রামের কোন ব্যক্তি বাইরে যেতে পারবেন না এবং বাইরে থেকে কোন ব্যক্তি বা যানবাহন (জরুরী পরিসেবা, চিকিৎসা, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী ব্যতিত) লকডাউন এলাকায় প্রবেশ করতে পারবে না। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বি:দ্র: আপনার এলাকায় ঢাকা, নারায়ণগঞ্জ সহ বাইরের জেলা থেকে কেউ এসে থাকলে নিজের এবং এলাকার স্বার্থে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করুণ।