অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।
আজ শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল। সরকারের নির্দেশনা অনুযায়ী ২৫ এপ্রিল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি তৌফিক এহসান।
করোনা মহামারির এ সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্যে ধারণের আহ্বান জানিয়ে তৌফিক এহসান সকল দোকান মালিক, ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।