কুষ্টিয়া প্রতিনিধি : আজ শুক্রবার (১০.০৪.২০২০) কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়া গ্রামের পূর্বপাড়ার কিতাবদ্দির ছেলে ঢাকা ফেরত আশরোফ (৩৮) করোনার উপসর্গ নিয়ে সন্ধ্যায় তার বাড়িতে মৃত্যুবরন করেন ।
তিনি ঢাকাতে একটি বাড়িতে নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন । সেই বাড়িতে ইতালী ফেরত করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক প্রবাসী এসেছিলেন।তার থেকে তিনি সংক্রমন হয়েছিলেন।পরে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছিল । সেখানে কয়দিন থাকার পর পালিয়ে আজ প্রায় ৩ দিন তার বাড়িতে অবস্থান করছিলেন ।
আজ সে মৃত্তিকাপাড়া স্কুলপাড়া মসজিদে জুম্মার নামাজও আদায় করেছেন ।
তাই বাংলাদেশের সকল পাড়া, মহল্লা, গ্রাম অঞ্চলের সহ সকল মানুষের নিরাপত্তার জন্য আপনারা নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন।আপনার পাশের বাড়ির লোকটির খোজ নিন, সেকোথা থেকে এলো? সে কি সরকারী নিয়ম মানছে কিনা?
মনে রাখবেন একা একা সচেতন হয়ে বেশী লাভবান হওয়া যাবেনা, আমরা সকলে সচেতন হলেই পারবো এই করোনা থেকে করুণা, আর এই এদেশ পাবে অভিশপ্ত এই রোগ থেকে মুক্তি ।