ভারতে লকডাউনের মাঝেই পশ্চিমবঙ্গে অ্যাম্বুলেন্সে করে মদের হোম ডেলিভারি

অনলাইন ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। এই ভাইরাসের প্রভাব ঠেকাতে ভারতে চলছে লকডাউন। আর এই সময় জরুরি সেবা ছাড়া সবই লকডাউনের আওতায়।

সড়কপথে চলেছে অ্যাম্বুলেন্স। কিন্তু তারমধ্যে রোগী নেই। অ্যাম্বুলেন্স ভর্তি রয়েছে অনেকগুলো প্যাকেট। কিন্তু কিসের প্যাকেট? লকডাউনের সময় মদের হোম ডেলিভারি দিতেই মূলত ব্যবহার করা হচ্ছে অ্যাম্বুলেন্স।
শুক্রবার তেমনই এক অ্যাম্বুলেন্সের সন্ধান পেয়েছে ভারতের পুলিশ। ঘটনাটি পশ্চিমবঙ্গের মালদার।

অ্যাম্বুলেন্সটি আটক করার সময় ভিতরে থাকা দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অ্যাম্বুলেন্সটিকে আটকানোর পর পুলিশ হতবাক। ভেতরে সারি সারি সাজানো কার্টনে রয়েছে ‘ইন্ডিয়া মেড ফরেন লিকুয়র’- ভারতের তৈরি মদ।

অ্যাম্বুলেন্স ও সমস্ত মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *