কুষ্টিয়ায় সরকারি আদেশ অমান্য করে ভবন নির্মান কাজ চালু রাখায় ৪০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় জেলা প্রশাসন মো: আসলাম হোসেন এঁর নির্দেশনায় ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার এঁর সার্বিক তত্বাবধানে করোনা বিস্তার রোধকল্পে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম জোরদার করতে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়৷ জেলা প্রশাসনের করোনা কন্ট্রোলরুমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া জেলা শহর এলাকায় সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে গণজমায়েত অব্যাহত রেখে ভবন নির্মান কাজ চালু রাখায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়৷ এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে তিনজন ভবন মালিককে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ ও দন্ডবিধি ১৮৬০ অনুসারে আলাদা তিনটি মামলায় ৪০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ভবন মালিকগন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুরোধে তৎক্ষনাৎ শ্রমিকদের প্রাপ্য মজুরি পরিশোধ করেন এবং নিরাপদে সবার ঘরে ফেরা নিশ্চিত করার ব্যবস্থা করেন। অনির্দিষ্টকালের জন্য তিনটি ভবনের নির্মান কাজ সম্পুর্ণরুপে বন্ধ ঘোষনা করা হয়৷জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *